You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা সাহিত্য পরিষদ এর ” শত কবির শত কাব্যে বঙ্গবন্ধু ” গ্রন্থটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল গত ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার, সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ নগরীর সালতানাত রেস্টুরেন্ট ।
স্বাধীনতা সাহিত্য পরিষদ প্রকাশনা ” স্বাধীনতা ” এর বিশেষ সংখ্যা – ব্যতিক্রমী গ্রন্থ” শত কবির শত কাব্যে বঙ্গবন্ধু “। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং মোড়ক উম্মোচন করেন স্বাধীনতা সাহিত্য পরিষদ এর প্রধান উপদেষ্টা স্বাচিপ এর সাবেক সফল মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ । বিশেষ অতিথি ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ডাঃ হরি শংকর দাশ, নাট্যজন ও কবি নাট্যকার শাহাদাত হোসেন খান হিলু, কবি মাহমুদ আল মামুন, কবি শফীক সিংহী এবং বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক জিয়া উদ্দিন জিয়া।
বিশেষ সংখ্যায় প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন স্বাধীনতা সাহিত্য পরিষদের সভাপতি, ডাঃ এইচ এ গোলন্দাজ তারা ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন স্বাধীনতা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর সাদেক ।
ভারত ও বাংলাদেশের বরেণ্য কবিদের পাশাপাশি নবীন কবিদের কবিতাও স্থান পেয়েছে এই সংখ্যাটিতে। যাদের কবিতায় সমৃদ্ধ হয়েছে এই বিশেষ সংখ্যাটিতে অন্নদাশংকর রায়, পল্লী কবি জসীম উদ্দিন, বেগম সুফিয়া কামাল,শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, কামাল চৌধুরী, মুহম্মদ নুরুল হুদা, নাসির আহমেদ, আসাদ মান্নান, এম আর মঞ্জু, সনৎ ঘোষ, সাব্বির রেজা, সৈয়দ শফিক সিংহী, মাহমুদ আল মামুন, মান্নান ফরিদী, জেবুন্নেচ্ছা রীনা, সরকার জসীম, সোহরাব পাশা, আলম মাহবুব, মেহেদী ইকবাল, মনোয়ার সুলতাन, জাহাঙ্গীর আলম জাহান, ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সাবিনা ইয়াসমিন, হাসানাত লোকমান, আমজাদ দোলন, মফিদা আকবর, আবু সাঈদ কামাল গাজী আব্দুল আউয়াল সবুজ , মামুন মজুমদার ইউসুফ রেজা, শাহাদৎ হোসেন খান হীলু, আনোয়ারা সুলতানা, চন্দনকৃষ্ণ পাল, রাসেল আশেকী, আহম্মেদ শাহাবুদ্দিন, হামিদুল আলম সখা, কামরুন্নাহার রেনু, ফারুক নওয়াজ, ইফতেখার হালিম, নাঈম আহম্মেদ, এইচ এ গোলন্দাজ তারা, মুঈন হুদা, চৌধুরী নূরুল হুদা, মতিউর রহমান, মাহবুবুল হক শাকিল, আসাদ উল্লাহ, এম কে হক,হাদিউল ইসলাম, কামরুল আলম সিদ্দিকী, নাহিদা আশরাফী, আল মাকসুদ, রোকসানা ইয়াসমিন মণি, জয়ীতা শিল্পী, অতনূ তিয়াস, দালান জাহান, নীহার লিখন, মোহাম্মদ জাফর সাদেক, রিয়েল আব্দুল্লাহ, শফিক আমিন, শরিফুল ইসলাম সরকার , ডাঃ এ কে আজাদ , মোঃ শহীদুল ইসলাম ফকির, আফসানা আক্তার, কামরুল ইসলাম, রঞ্জু খান, রাশেদা নাজনীন, আনোয়ার কবির বাবলু, রায়হানা আক্তার, মুন্সি অনন্য রাজ্জাক, কামাল আহসান, সারোয়ার জাহান , সৃজন সুজন, মোঃ আব্দুল্লাহ আল হাসান, সাজেদুল হাসান।বরুন চক্রবর্তী( ভারত,) কৃষ্ণা বসু ( ভারত), অমল কর৷ ভারত), বিধানেন্দু পুরকাইত ( ভারত), নিমাই চন্দ্র মন্ডল ( ভারত), সুজয় দাস ( ভারত), কেশব রঞ্জন( ভারত) কেতকী প্রসাদ ( ভারত), মোঃ সাদ উদ্দিন ( ভারত), অসীম কুমার পাল ( ভারত), বাঁশরী মুখোপাধ্যায় ( ভারত), পুষ্পিতা চট্টপাধ্যায় ( ভারত), ড. তৃপ্তি কুণ্ডু রায়( ভারত), দীপ শিখা চৌধুরী ( ভারত), রঞ্জনা কর্মকার( ভারত), শিল্পী স্নাতা ( ভারত), লিপীকা চট্টপাধ্যায় ( ভারত), মিনতি সরকার ( ভারত), ইন্দ্রানী চক্রবর্তী ( ভারত), রুবী চট্টপাধ্যায় ( ভারত), রতন কুমার ঘোষ ( ভারত), শিবাসিষ দন্ড ( ভারত)। ##