স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে একটি দোকান কাপড়ের ও বাকিগুলো জুতার দোকান ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ও ওসি আব্দুল কাদির মিয়া প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন জানান, ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এতে ৮টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যা এখনই নির্ধারণ করা যায়নি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।