You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে এ বছর শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনেই সরকারীভাবে ময়মনসিংহে বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। শিক্ষা নগরী ও দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে তুলে দেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস ।
নগরীর নওমহল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে শিক্ষার্থীদের হাতে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস আনুষ্ঠানিকভাবে এই নতুন বই বিতরণ উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক এনামুল হক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরর উপ পরিচালক মীর্জা হাসান খসরু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক, সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগমসহ জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এবছর ময়মনসিংহ জেলায় বিনামূল্যের সরকারী প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বই বিতরন করা হয়। প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রণীর ২ হাজার ১৪০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে ৩৮ লক্ষ ৬৮ হাজার ৩২০টি বই এবং প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ২ হাজার ৩৭৫টি বই বিতরন করা হয়। জেলার ১৩টি উপজেলায় সাধারন শিক্ষা, কারিগরি ও মাদ্রাসায় মাধ্যমিক স্তরে সরকারী বিনা মূল্যে ৭৮ লাখ বই বিতরন করা হবে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন। করোনা ভাইরাসের কারণে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহ জেলা-উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এ বছর করোনা ভাইরাসের কারণে বই উৎসব করা হয়নি।###