মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে ভর্তি থাকা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল বারেক (৫০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার হনুফা বেগম (৮০) নামে দুইজন মারা গেছেন।ডা. মুন আরও জানান, আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটের ৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজন করোনা পজিটিভ। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭২ জনের নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন।