বিদেশে টাকা পাচারকারিদের সাথে আর নির্বাচনে যাব না- মুজিবুল হক চুন্নু এমপি

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা জননেতা মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, যারা বিদেশে টাকা পাচার করে তাদের সাথে আমরা নির্বাচনে যাব না্ । আগামীতে কারো সাথে প্রেম করব না। আমরা আগামীতে ৩০০ আসনে আমরা মনোনয়ন দেব। সব জায়গায় জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হবে। তিনি আরো বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি বেকারের চাকরির সংস্থাপন কীভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করছি। আজ মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে মহানগর জাতীয় পার্টি ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যেমুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিং জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাক্তার কে আর ইসলাম, কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম প্রমূখ।

আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার গঠন করবো প্রত্যেক বিভাগকে প্রদেশ করা হবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আমাদের ছেলেমেয়েরা বিদেশে থেকে লেখাপড়া করে আর আমরা বেকার রাজনীতিবিদরা আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া করে আমলাদের লাক্সারি গাড়ি লাক্সারি বাড়ি লাক্সারি রিসোর্ট টাকা কোথা থেকে আসে ঘুষ-দুর্নীতি আমরা ক্ষমতায় গেলে সমূলে নির্মূল করব প্রধানমন্ত্রীকে বলেছিলাম ডিসি-এসপি ও সচিবদের সম্পদের হিসাব নেওয়া হোক আমাদের সম্পদ হিসাব নেওয়া হোক এত সম্পত্তির মালিক হয় কিভাবে তা প্রমাণ হবে।বিএনপির সমালোচনা করে চুন্নু বলেন, বিএনপি তাদের নেত্রীর চিকিৎসার জন্য দাবি করে। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এরশাদকে নাজিমুদ্দিন রোড থেকে মেডিকেল বোর্ড শাহবাগ পিজি হাসপাতালে চিকিৎসার জন্য সুপারিশ করলেও আন্দোলন সংগ্রাম করলেও সামান্যতম দয়া হয়নি। কিন্তু আজ বিএনপি নেত্রীর চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রসমাজ, যুবসংহতি , শ্রমিক পার্টি, ওলামা পার্টি সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।