মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের বিদায় সংবর্ধনা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) আনোয়ার হোসেনের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় সিটি কর্পোরেশনের শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে সচিব রাজিব কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, শামীমা আক্তার, কাউন্সিলর মাহবুবুর রহমান হেলাল, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ফারুক হাসান, শফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার কর্মকর্তা অন্নপর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুবুল হোসেন রাজীব, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম কুমার, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, স্বাস্থ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ।

সভায় সিটি কর্পোরেশন মেয়র বলেন, ২০১৮ সালের অক্টোবরে ময়মনসিংহ সিটির জন্ম হয়েছে। বিশাল আয়তন ও বিপুল সংখ্যক জনসংখ্যার এই সিটির সকল মানুষকে বিলুপ্ত পৌরসভার কমসংখ্যক লোকবল ও অন্যান্য সরঞ্জাম দিয়ে জনচাহিদা পুরণ হয়েছে শুধুমাত্র একজন দক্ষ, দায়িত্বশীল এবং আন্তরিক প্রধান নির্বাহী কর্মকর্তার কারণে।এই কর্মকর্তা সকল বাধা পেরিয়ে সিটি কর্পোরেশনকে ভালবেসে সুচারুভাবে কাজ করেছেন। মেয়র আরো বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা হাতের কাজ শেষ না করে কোনদিনই অফিস থেকে যেতেন না। নিজের পরিবারের প্রতি মায়া ভালবাসা কমিয়ে এবং সময় কম দিয়ে তিনি নবসৃষ্ট সিটি কর্পোরেশনকে একটি সুন্দর সুশৃংখল সিটি গড়তে দিন রাত কাজ করে নগরবাসির সেবা নিশ্চিতে কাজ করেছেন।

মেয়র আরো বলেন, একজন সরকারী কর্মকর্তা হয়েও সকল ভয়ভীতির উর্দ্বে থেকে করোনাকালে রাতদিন কাজ করেছেন। কখনো কখনো তিনি ইফতার ও সেহেরি অফিসেই করেছেন। যা বিরল এবং স্মরণীয়। এছাড়া আন্তদাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে তিনি ছিলেন দক্ষ ও কৌশলী। মেয়র বলেন, বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ছিলেন বিনয়ী এবং আন্তরিক। তার কাছে গিয়ে কেউ কষ্ট পেয়েছেন এমন খবর পাওয়া যায়নি।

বিদায়ী অতিথি আনোয়ার হোসেন বলেন, আমি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকালে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকল কাজ সম্পন্ন এবং সকলের সহযোগিতা পেয়েছি। যা স্বরণীয় হয়ে থাকবে। মেয়রের নেতৃত্বে একটি টিম ওয়ার্ক কাজ হয়েছে বলেই ময়মনসিংহ সিটি কর্পোরেশন নবসৃষ্ট হলেও বহু এগিয়েছে।

তিনি সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, এটা আমার প্রাণের প্রতিষ্ঠান। সম্মানিত মেয়র ইকরামুল হক টিটুর উজ্জল ভবিষ্যত রয়েছে। তা যেন কারো অসহযোগীতায় নষ্ট না হয় সেইদিকে সকলের খেয়াল রাখতে হবে। তার নতুন কর্মস্থলের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য আনোয়ার হোসেন (যুগ্ন সচিব) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে বদলী হয়েছেন। এর আগে সভায় সকল কাউন্সিলর ও কর্মকর্তাগন তাদের বক্তব্যে বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তাকে সিটির উন্নয়নের স্বার্থে আবারো দেখতে চেয়ে মেয়রের সহযোগিতা কামনা করেন।