You must need to login..!
Description
বগুড়ায় জিন সিকোয়েনন্সিং ল্যাব স্থাপনে টিএমএসএস ও অস্ট্রেলিয়ার জিং গ্রুপ হোল্ডিংসের মধ্যে সমঝোতা স্বাক্ষর
পাবনা থেকে উত্তরাঞ্চলীয় প্রতিনিধি আব্দুল খালেক খান ঃঅস্ট্রেলিয়ার জিং গ্রুপ হোল্ডিংস ও টিএমএসএস মেডিকেল কলেজ এবং রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের যৌথ উদ্যোগে জিং ল্যাব স্থাপন উপলক্ষে গতকাল বগুড়ায় একটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অস্টোলিয়ার জিং গ্রুপ হোলডিংস এর সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও প্রফেসার, সাইনটিস্ট ডাঃ পল মেইনওয়ারিং এবং জিং গ্রুপ হোলডিংস এর বাংলাদেশের সমন্নয়ক মোসাদ্দেক শহীদ তিন দিনব্যাপি হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে আসেন। এ উপলক্ষে ৫ জানুয়ারী টিএমএসএস মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের উদ্যোগে হাসপাতালের কন্ফারেন্স রুমে ‘জিন সিকোয়েনন্সিং ফর ক্যানসার ট্রিটমেন্ট’ বিষয়ক সাইন্টিফিক সেমিনারের আয়োজন করেন। এরপর ৬ জানুয়ারী ২০২২ তারিখে মম ইন কন্ফারেন্স রুমে টিএমএসএস, বাংলাদেশ এবং জিং গ্রুপ হোল্ডিংস পিটিওয়াই লিমিটেড, অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, পুন্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এর উপাচার্য সহ সংশ্লিস্ট ব্যক্তি বর্গের আলোচনায় বলেন জিং গ্রুপ হোল্ডিংস পিটিওয়াই লিমিটেড একটি বিশ্ববিখ্যাত কোম্পানি এবং তাদের আছে বিশ্বের শীর্ষস্থানীয় বায়ো মলেকুলার (জিনোমিক) ল্যাব। এ ল্যাবের দ্বারা নিউক্লিক অ্যাসিড সনাক্তকরণ পদ্ধতি আছে যা সঠিক রোগ নির্ণয় করতে সক্ষম, মানুষের ক্যান্সার নির্ণয় এবং স্ক্রীনিং, সংক্রামক রোগগুলির রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থা সহ অন্য সকল জিনোমিক রোগ নির্ণয় করা যায়। বর্তমানে হিস্টোপ্যাথলজিকাল নমুনাগুলি জেনেটিক সিকোয়োন্সিংয়ের জন্য ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে পাঠানো হয় এবং এটি অত্যন্ত ব্যয়বহুল, সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। টিএমএসএস মেডিকেল কলেজে ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে এই ধরনের ল্যাব স্থাপনের মাধ্যমে অত্র এলাকার জনসাধারণকে স্বল্প মূল্যে জিন সিকোয়েনন্সিং পরীক্ষার মাধ্যমে ক্যান্সারের সঠিক এবং নির্দিষ্ট চিকিৎসা এবং স্ক্রিনিং করা সম্ভব হবে। আলোচনার শেষে টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং জিং গ্রুপ হোল্ডিংস পিটিওয়াই লিমিটেডের প্রতিনিধি ড. পল এন. মেইনওয়ারিং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সভাপতি সমাপনি বক্তব্যের মাধ্যমে অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।