ট্রেনের কাটা পড়ে রেলকর্মচারী গফরগাঁওয়ের আলাল নিহত

ট্রেনের কাটা পড়ে রেলকর্মচারী গফরগাঁওয়ের আলাল নিহত

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ কমলাপুরে ট্রেনের বগি জোড়া দিতে গিয়ে অসাবধানতায় কাটা পড়ে মারা গিয়েছেন আলাল উদ্দিন (৪৬) নামে এক রেলকর্মচারী। নিহত আলাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি পয়েন্টম্যান হিসেবে কর্মরত ছিলেন।

রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে সকাল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার এসআই রিয়াজ মাহমুদ জানান, বগি সংযুক্ত করতে গিয়ে দুই বগির মাঝে পড়ে কাটা পড়েন আলাল উদ্দিন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়া হলে ডাক্তার তোকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রেলের বগি সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনে আলালের একটি পা কাটা পড়ে। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।