ময়মনসিংহ ডিবির অভিযানে মাদকসহ ৮ মাদক ব্যবসায়ী ৩ জুয়ারিসহ গ্রেফতার ১১

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়ান্দা শাখা, ডিবি এর অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, ৩’শ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম হেরোইনসহ ০৮ মাদক ব্যবসায়ী ও ৩ জুয়ারিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম, জানান, ময়মনসিংহ পুলিশ সুপার মুহাম্মদ আহমার উজ্জামানএর সার্বিক নির্দেশনায় গত ২৪ ঘন্টায় এস আই(নিঃ) মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন চরশ্রীরামপুর এলাকা হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান (৩৫) সাং ধীতপুর, থানা- ঈশ্বরগঞ্জ, রফিকুল ইসলাম (৩২) , সাং- আতারামপুর, থানা নান্দাইল, জসিম উদ্দিন (৩০) সাং জাহাঙ্গীর নগর, থানা নান্দাইল, হাসেম ওরফে হাসিম মিয়া (৩০) সাং- রাঘবপুর, থানা কোতোয়ালী সর্ব জেলা ময়মনসিংহ, এসআই(নিঃ) আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান
চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালীর পাটগুদাম ইসলামবাগ এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোবাহানা খাতুন (২৫), স্বামী-সুজন মিয়া, , সাং-চর ইসলামবাগ, থানা- কোতোয়ালী, ময়মনসিংহ, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালীর চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালীর কেওয়াটখালী এলাকা হতে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মিঠুন (২০), সাং-কেওয়াটখালী বলাশপুর (হাক্কানী মসজিদের পিছনে), থানা-কোতোয়ালী, -ময়মনসিংহ এবং এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জানুয়ারী ২০২২ খ্রিঃ তারিখ রাত ২২.১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালীর দিঘারাকান্দা এলাকা হতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শ্রী রিপন সাহা (৩৫), রাকিব ওরফে মঞ্জু (৩৫), উভয় সাং-যশিদ্বার, ০৩নং কাঠাল ইউপি, থানা-ত্রিশাল, জেলা- ময়মনসিংহ ও এসআই(নিঃ) অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৯ জানুয়ারি ২০২২ খ্রিঃ ১৮.০৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন চরহরিপুর থেকে টাকা বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি নুর ইসলাম (৬০), হেলাল উদ্দিন (৪৫), উভয় সাং-চরঈশ্বরদিয়া, তাহের উদ্দিন (৬০), , সাং-রঘুরামপুর, সর্ব থানা-কোতোয়ালী,-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
৮ মাদক ব্যাবসায়ী ও ০৩ জুয়ারি এবং ০২ কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলে, ১০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে নান্দাইল ও কোতোয়ালী মডেল থানায় পৃথক ০৪ টি মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।