You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনার কারণে গত ২ বছরে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের প্রায় সকলের বর্তমান বয়স ২৭-২৮ বছর, কিছুদিন পরেই চাকরির বয়স পার হয়ে যাবে। তাই আমাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করা এখন ন্যায্য দাবি হিসেবে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, আমরা অতি শিগগিরই চাকরির বয়সসীমা নিয়ে স্থায়ী সমাধান চাই। পড়ালেখা শেষ হতে না হতেই দেখি বয়স শেষ। তা ছাড়া চাকরির কোনো পরীক্ষা দিলে রেজাল্ট পেতে পেতে আরও বয়স ফুরিয়ে যায়। যার কারণে পড়ালেখা করার পরও বেকারত্ব বরণ করতে হয় আমাদের। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
এ সময় সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা তাঁদের চার দফা দাবি তুলে ধরে বলেন, সকল চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে। নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ ও নিয়োগ পরীক্ষার প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-সংগঠনের জেলা সমন্বয়ক মো. ফাহিম আকন্দ, সদস্য সাইফুল ইসলাম, হুমায়ূন কবির, সুমা আক্তার, নুরজাহান, কাজলসহ অন্যান্য শিক্ষার্থীরা।