শফিকুল ইসলামঃ, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের অপহৃত স্কুলছাত্রী শিপা আক্তার (১৫) কে ২ মাস ১২ দিন পর উদ্ধার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই ) । আজ বিকালে ( বুধবার ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পিবিআই ।
মামলার বিবরনী থেকে জানা যায় ভিকটিম শিপা আক্তার ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন । আসামী রুমান (২৫) ভিকটিম শিপা আক্তার স্কুলে আসা যাওয়ার পথে প্রায় সময় উত্যক্ত করত এবং নানা ধরনের কুরুচির্পূন কথা বলতো । ভিকটিম বিষয়টি তার বাবাকে জানালে ভিকটিমের বাবা বিবাদী রুমানের বড়ভাই ও চাচাদের জানিয়ে বিচার প্রার্থী হয় । এতে আসামী রুমান ক্ষুব্ধ হয়ে গত বছর ৩১ অক্টোবর ভিকটিম শিপা আক্তার ক্লাশ শেষে স্কুল হতে বাড়ী ফেরার সময় স্কুলের গেইটের সামনে থেকে আসামী রুমান ও তার সহযোগিদের সহায়তায় ভিকটিমকে জোড়পূর্বক সিএনজি যোগে ঈশ্বরগঞ্জের দিকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনা ভিকটিমের বাবা শুনে ভিকটিম শিপা আক্তারকে উদ্ধারের জন্য অনেক জায়গায় খোঁজাখুজি করে কোথাও না পেলে ভিকটিমের বাবা মোঃ সজিম উদ্দিন বাদী হয়ে আসামী রুমান ও তার সহযোগিদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানার পিটিশন মামলা নং-২১৫/২০২১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ বিজ্ঞ আদালতে দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআইকে দিলে পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন এনায়েতপুর (খানপুর) আসামী রুমানের বাড়ী হতে অপহৃত স্কুলছাত্রী শিপা আক্তারকে উদ্ধার করা হয় ।
উদ্ধারকৃত ভিকটিম শিপা আক্তার কে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে সে স্বেচ্ছায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। জানা যায়, বিবাদী রুমানের সাথে ভিকটিম শিপা আক্তারের বিগত চার-পাচঁ মাস যাবত প্রেমের সম্পর্ক চলে আসছে। উক্ত প্রেমের সম্পর্কের জের ধরে ভিকটিম স্বেচ্ছায় আসামী রুমানের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে ঘর-সংসার করে আসছে।##