
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ শনিবার (১৫ জানুয়ারি) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে বাস চলাচল করবে। তবে এ ক্ষেত্রে ভাড়া বাড়ছে না।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
‘যত সিট তত যাত্রী’ পদ্ধতিতে বাস চালাতে চান মালিকরা।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, বৈঠকে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা প্রস্তাব করেছেন, বিধিনিষেধ চলাকালে বাস ও মিনিবাসে শতভাগ যাত্রী পরিবহন করা হলে মালিকদের লোকসান গুনতে হবে না। তা ছাড়া বাসের সঙ্কটও আছে। যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করবে বলে জানান বাস মালিকরা।
পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের এ প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।
সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এ জন্য যাত্রীপ্রতি বাস ভাড়া বাড়ানো হবে না।
২০২০ সালে বিধিনিষেধ চলাকালে প্রথম দফায় ৬৮ দিন বাসসহ সবধরনের গণপরিবহন বন্ধ থাকার পর ১ জুন থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল শুরু হয়। মালিকদের প্রস্তাবে ওই বছর ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল বাস মিনিবাসে।
২০২১ সালেও ভাড়া বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করেছিল বাস মালিকরা।
২০২১ সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আরেক দফা বাস ভাড়া বাড়ানো হয়েছিল। নভেম্বরের শুরুতে বাস ভাড়া বাড়ানো হয়েছিল প্রায় ২৮ শতাংশ।