ছদ্মবেশে বাউল গানের মডেল, ‘খুন করতেন’ মানুষ

ছদ্মবেশে বাউল গানের মডেল, ‘খুন করতেন’ মানুষ

January 13, 2022 300 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ দীর্ঘ ২০ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন আলোচিত ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের বাউল মডেল সেলিম ফকির। র‌্যাব বলছে, তিনি একজন সিরিয়াল কিলার। একাধিক হত্যা মামলার আসামি। পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে তিনি বড় চুল ও দাঁড়ি রাখেন। পলাতক থেকে তিনি বাউল গান ও গানের মডেলিং করতেন।

বুধবার রাতে তাকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর সংবাদ মাধ্যমকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “আলোচিত ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের মডেল সেলিম ফকির ছিলেন ভয়ংকর সিরিয়াল কিলার। উত্তরবঙ্গ এলাকায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে। এসব মামলায় তার সাজাও আছে। কিন্তু তিনি নিজেকে আড়াল করতে সবসময় বিভিন্ন বেশভূষা ধারণ করেন।এ ছাড়া নিজেকে আত্মগোপনে রাখতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন তিনি।’

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

সাম্প্রতিক