মসিকের করোনা টিকা রেজিস্ট্রেশন সেবা ও নতুন টিকা কেন্দ্র উদ্বোধন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ অধিক সংখ্যক নাগরিককে কোভিড ১৯ টিকার আওতায় আনতে আজ সোমবার থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় ০২ ও ০৩ এ বিনামূল্যে টিকার রেজিষ্ট্রেশন সেবা ও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ১৮ ঊর্ধ্ব নাগরিকদের মধ্যে যারা এখনো করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করেন নি তারা ১৭, ১৮ ও ১৯ তারিখ সকাল ১০ টা থেকে বেলা ০২ টা পর্যন্ত বিনামূল্যে রেজিস্ট্রেশন এবং এ কেন্দ্রসমূহে টিকা নিতে পারবেন। এ সময় নাগরিকগণকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল সাথে নিয়ে আসতে হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে আজ সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।