তৈমূরের বাসায় গেলেন আইভি

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমি আজকে আইভীকে মোবারকবাদ জানাই। তার সাথে আমার যে সম্পর্ক এটা আধ্যাত্মিক। আমি যেখানেই থাকি, আলী আহমদ চুনকার জন্য দোয়া করি। যখনই হাত তুলি তখনই তার জন্য দেয়া করি।’

সোমবার (১৭ জানুয়ারি) বিকালে তৈমূর আলম খন্দকারের বাসায় যান নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তৈমূরের পা ছুঁয়ে দোয়া নেন আইভী।

তৈমূর বলেন, ‘ছাত্রজীবন থেকে আইভীর বাবার হাত ধরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমার রাজনীতিতে উত্থান। চুনকা ভাই আমার মাকে মা ডাকতেন, আমি তাকে ভাই বলতাম। তার মেয়ের পেছনে আমি আছি। যে জায়গায়ই সে থাকুক, যেকোনো বিপদ-আপদে অদৃশ্য শক্তির মতো আমার হাত তার মাথায় আছে। আমি তার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। অন্যকোনো কথাবার্তা কাজে আসবে না। আমি আগেই বলেছি, এটা অন্তরের সম্পর্ক। চুনকা ভাইয়ের জন্য আজীবন আমার শ্রদ্ধাবোধ থাকবে।’

পরে তৈমূর ও আইভী একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- তৈমূরের স্ত্রী ফারজানা খন্দকার, মেয়ে মার-ই-য়াম খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।