মাস্ক ছাড়া মসিকের পার্কে প্রবেশ নিষেধ

মাস্ক ছাড়া মসিকের পার্কে প্রবেশ নিষেধ

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর সচিব রাজীব কুমার সরকার জানিয়েছেন, করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকার নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ বিষয়ে মাননীয় মেয়রের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনটি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত পার্কসমূহে কেউ মাস্ক ব্যতীত প্রবেশ করতে পারবে না। মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পার্কসমূহে মাস্ক পরা নিশ্চিত করতে আজ দুপুরে জয়নুল আবেদিন পার্কে অভিযান পরিচালনা করেছে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনি ১১ মামলায় ১১৫০ টাকা জরিমানা করেন।

এছাড়া, চরপাড়া, ভাটিকাশর ও ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। তিনি ১১ মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমান করেন।

করোনা সংক্রমণ রোধকল্পে এ অভিযান অব্যাহত থাকবে।