ময়মনসিংহ জেলা পুলিশের কনস্টেবল শাহিদ চৌধুরী পাচ্ছেন বিপিএম পদক

image

You must need to login..!

Description

‘স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবার ময়মনসিংহ জেলা পুলিশের চৌকস সদস্য শাহিদ চৌধুরী বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন। এছাড়া ২০২০ সালে সাহসিকতায় অবদান রাখায় তিনি আইজিপি ব্যাজ পাচ্ছেন।

২০ জানুয়ারি (বৃহস্পতিবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

ময়মনসিংহ রেঞ্জে এবার একমাত্র এই পুলিশ সদস্যই বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পদক পাচ্ছেন। একই সাথে বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ময়মনসিংহ এর সৈনিক মো. মাসুদুর রহমান পাচ্ছেন রাষ্ট্রপতি পুলিশ পদক।

এছাড়া পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ২০২১ সালে সাহসীকতায় অবদান রাখায় আইজিপি ব্যাজ পাচ্ছেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ। ২০২০ সালে সাহসিকতায় অবদান রাখায় আইজিপি ব্যাজ পাচ্ছেন ময়মনসিংহের গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ ও জেলা গোয়েন্দা শাখার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন।

এবার পেশাগত দায়িত্ব পালনে অসামান্য অবদান রাখায় সারাদেশ ২০২১সালে  ১১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল, বাংলাদেশ পুলিশ মেডেল (সেবা) এবং রাষ্ট্রপতি পুলিশ মেডেল (পিপিএম-সেবা) দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৫০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে রাষ্ট্রপতি পুলিশ মেডেল (সেবা), ২৫ জনকে রাষ্ট্রপতি পুলিশ মেডেল, ২৫ জনকে বাংলাদেশ পুলিশ মেডেল (সেবা) এবং ১৫ জনকে বাংলাদেশ পুলিশ মেডেল দেয়ার জন্য মনোনীত করেছে এ সংক্রান্ত বাছাই কমিটি।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার