ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে মোট ১২ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর খাগডহর ঘুন্টী বাজারের ময়মনসিংহ থেকে মুক্তাগাছা যাওয়ার রাস্তার দক্ষিণ পাশে মুন টেলিকম এর ভিতর হতে আব্দুল্লাহ আল মামুন (২৩), সাং- কল্যাণপুর গুচ্ছগ্রাম, নাসির হোসেন (৩৫), সাং-খাগডহর ঘুন্টী, উভয় থানা- কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে (১) একটি জাল জাতীয় পরিচয়পত্র (২) একটি SAMSUNG মনিটর, যা কালো রংয়ের এবং মডেল নং S19A100N, (৩) একটি কালো রংয়ের EPSON কালার প্রিন্টার, যার মডেল নং C634D, (৪) একটি সিপিইউ, যার গায়ে A-TECH লেখা রয়েছে, যার সাথে TOSHIBA PC P300 মডেলের হার্ডডিক্স সংযুক্ত রয়েছে, যার সিরিয়াল নং 41175J6FSEZG, (৫) একটি কালো রংয়ের পেনড্রাইভ, যার গায়ে ফাটা দাগ রয়েছে, (৬) একটিA4 TECH OP-620P মডেলের কালো রংয়ের মাউস, (৭) ০২টি কম্পিউটারের পাওয়ার ক্যাবল ও (৮) বাংলাদেশী টাকার বিভিন্ন প্রকার নোটের নগদ ৫৯০/-(পাঁচশত নব্বই) টাকা সহ গ্রেফতার করেন।

এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে অত্র থানার চরপাড়া মোড় এলাকা হইতে ডাকাতির চেস্টা পুরাতন মামলায় সন্দিগ্ধ হিসাবে হাসান (৩৭), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-২৯ আকুয়া মাদ্রাসা কোয়াটার, আল আমিন (৩০), সাং-পুরোহিত পাড়া (পূরবী সিনেমা হলের পিছনে), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে অত্র থানার আকুয়া বাইপাস এলাকা হইতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে 1| রফিকুল ইসলাম (৩৫), , সাং-উত্তর দাপুনিয়া বন্দের বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এবং কোতোয়ালী মডেল থানা পুলিশ ০২টি সিআর সাজা এবং ০৫টি জিআর পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার