ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে ৪ সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৬

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে ৪ সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৬

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত চার পলাতক ও চার পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসাবে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৬জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই আশিকুল হকের নেতৃত্বে একটি টীম খাগডহর ঘুন্টি মধ থেকে দস্যুতা চেষ্টা মামলায় আসামী মোঃ পারভেজকে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এসআই শুভ্র সাহার নেতৃত্বে একটি টীম নগরীর ৩৬ বাড়ী কলোনী থেকে ১৭ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোঃ নাদিমকে গ্রেফতার করে। এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম থানাধীন গুচ্ছগ্রাম বাজার (জাফর মন্ডলের পাড়া) থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বাবুল মিয়াকে গ্রেফতার করে। এছাড়ার জিআর ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত চার পলাতক এবং সিআর ও জিআর মামলায় আদালত কর্তৃক পরোয়ানাভূক্ত চার আসামীসহ অন্যান্য মামলায় আরো ৫জনকে গ্রেফতার করে। এর মাঝে একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামীর রয়েছে বলে পুলিশ জানায়। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।