নেত্রকোনা সমিতির উদ্যোগে জনবহুল স্থানে মাস্ক বিতরণ ও সচেতনমূলক ক্যাম্পেইন

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ নেত্রকোনা সমিতি ময়মনসিংহের উদ্দ্যোগে জনবহুল স্থানে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয় ।

আজ ময়মনমিসংহ প্রেসক্লাব সামনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন নেত্রকোনা সমিতির ময়মনসিংহের সদস্যগণ । এসময় গাঙ্গিনাপাড় মোড় ও মহাকালি স্কুল এন্ড কলেজের সামনে স্থানীয় জনসাধারণ ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় ।
এসময় সদ্যসগণ বলেন নিজেদের স্বার্থেই সরকারী নির্দেশনা মেনে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধানে উদ্ধুদ্ব করতে এই ধরণে র উদ্দ্যোগ গ্রহণ করে নেত্রকোনা সমিতি ময়মনসিংহ।
উল্লেখ্য নেত্রকোনা সমিতি ময়মনসিংহ সব সময় সামিাজিক বিভিন্ন ধরণের কাজ করে আসছে ।
এসময় নেত্রকোনা সমিতি ময়মনসিংহের সভাপতি দেওয়ান তৈমুরইয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুজ্জামান খুররম, ডাঃ আনোয়ারজ্জামান রুমেল,নাফিসা আক্তার,মিজানুর রহমান, ফারুক আহমেদ, অদিতি ভূষন জুপু,মজিবর ভূইয়া, সৈয়দ রায়হান উদ্দিন, খোরশেদ আলম,পান্না,ওয়াহিদুজ্জামান , পিষূস কান্তি, মোকাম্মেল,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার