
You must need to login..!
Description
এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মাঝিরঘাট বাজারে অটোরিকশা চোর সন্দেহে তিনজনকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া (৪৫), একই এলাকার বাসিন্দা সাইদুর রহমান (৩৫) ও শামীম মিয়া (৩৫)। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত রবিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে এনায়েতপুর ইউনিয়নের মাঝিরঘাট বাজার থেকে স্থানীয় সাইদুল ইসলামের একটি অটোরিকশা চুরি হয়। পরদিন সকালে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া ও তার লোকজন একই এলাকার জুলহাস মিয়া (২৪), মো. বাবু (২২) ও রিপন মিয়াকে (২৫) বাড়ি থেকে ধরে নিয়ে আসেন। অটোরিকশা চোর সন্দেহে মাঝিরঘাট বাজারে একটি গাছের সঙ্গে বেঁধে তাদের মারধর করেন। পরদিন বিকেলে স্থানীয় চেয়ারম্যান বুলবুল হোসেন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অটোরিকশা চুরির কথা স্বীকার করেন। অটোরিকশা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাদের
ছেড়ে দেওয়া হয়।
ওসি বলেন, ‘ওই তিনজনকে মারধরের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ওই তিনজন থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে’। মোল্লা জাকির হোসেন আরও বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে’।