You must need to login..!
Description
‘স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত এলাকা গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি টীম নগরীর গোয়াইলকান্দি এলাকা থেকে ১৮ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ইনজেকশণ বিক্রির প্রায় তিন হাজার টাকা মাদক ব্যবসায়ী আজিজুল ইসলামকে গ্রেফতার করে। সে গোহাইলকান্দি মীরবাড়ির
আব্দুল সাত্তারের ছেলে।
এছাড়া এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম জেলা সদরের বোররচর মৃর্ধাপাড়া থেকে নিয়মিত মামলার আসামী হিরা মিয়া, এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম বাকৃবি শেষ মোড় আব্দুল হাকিম, রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম কুষ্টিয়া নদীরপাড় থেকে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে। জুয়াড়িরা হলো, সাগর, আঃ হালিম, কাজল, ইদ্রিস আলী, আজিজুল হক ও মোঃ মিজান।
মাদকদ্রব্য সংস্থার নেতৃত্বে একটি টীম অভিযান হারটি পূর্বপাড়া থেকে মাদক ব্যবসায়ী আজাহার আলমকে তিন গ্রাম হেরোইনসহ এবং অন্যান্য মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপসহ বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।