ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ডাক্তারসহ আরও পাঁচ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ডাক্তারসহ আরও পাঁচ জনের মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ডাক্তারসহ মারা গেছেন আরও পাঁচ জন। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ ও অন্যরা করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।এদিকে হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোভিড আইসিইইউতে ময়মনসিংহ সদরের ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। জাহেদুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে অবসরকালীন ছুটিতে ছিলেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মিম (১৮), কিশোরগঞ্জের করিমগঞ্জের আশালতা সরকার (৬৮), জামালপুরের রঘুনাথপুরের মো. হালিম (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আব্দুস সামাদ (৬০) মারা যান।
তিনি আরও জানান, ইউনিটটিতে নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৪৮ জন। এ ছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ছয়জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।