শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতলের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও ৩ জন ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী ) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল র্পাসন ডা: মহিউদ্দিন খান মুন।
গত ২৪ ঘন্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে করোনায় উপসর্গ নিয়ে মারা যায় তারা হলেন, ময়মনসিংহ সদরের মোবারক আলী (৭৫), নেত্রকোনা সদরের পাপিয়া আক্তার (৭০), গাজীপুর শ্রীপুরের এ কে এম নাজিমুদ্দিন (৭০) ।
ডা: মহিউদ্দিন খান মুন আরও জানান ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ১৯৬ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১৪ জন ।
করোনা ইউনিটে বর্তমানে মোট রোগী ভর্তি আছেন ৬৬ জন করোনা পজিটিভ রোগী আছে ৩৫ জন ।
এর মধ্যে ৮ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।