নামাজ পড়া অবস্থায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টারঃবিএমটিভি নিউজঃ  নামাজ পড়া অবস্থায় মোমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। এ ঘটনায় ছেলে জাকির হোসেনকে (২৯) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মধ্যবারেরা গ্রামে এ ঘটনা ঘটে।

মোমেনা বেগম ওই এলাকার মৃত আবুল বাশারের স্ত্রী। ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফারুক হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মোমেনা বেগম এশার নামাজ পড়ছিলেন। এ সময় ছেলে জাকির হোসেন বাড়িতে এসে তার মাকে ডাকাডাকি করতে থাকে। নামাজ পড়ার কারণে মা সাড়া দিতে পারেননি। এতে সে ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে নামাজরত অবস্থায় মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। এতে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান মোমেনা।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার