You must need to login..!
Description
শফিকুল ইসলাম, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর বাড়েরা থেকে ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনায় আসামী আবুল হোসেন ছেলে মোঃ জাকির হোসেনকে (২৯) গ্রেফতার করা হয় ।
অপর অভিযানে ডাকাতির প্রস্তুতির অপরাধের পাদগুদাম এলাকা থেকে আবু তাহেরর ছেলে মোঃ ইয়াছিন (২১) মাদকদ্রব্য রাখার অপরাধে নগরীর কপিক্ষেত এলাকা থেকে ফয়জুল মিয়ার ছেলে মোঃ রতন (৪৬) এবং হিরু মিয়ার ছেলে মানিক (৩৫) ও নগরীর শিক্ষা বোর্ড এলাকা থেকে মাদকদ্রব্য রাখার অপরাধে আঃ জব্বারের ছেলে মোঃ কাউসার (২৫) কে গ্রেফতার করা হয়।
অপরএক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ মোঃ সিদ্দিক আলীর ছেলে মোঃ রুবেল (৩৫) আঃ খালেকের ছেলে সিরাজুল ইসলাম (৩৪) ও তারা মিয়ার ছেলে ফারুক (৩৮) কে গ্রেফতার করা হয় ।
আরেক অভিযানে চুরির মামলায় চর আনন্দীপুর এলাকা থেকে সাবেহ আলীর ছেলে হাতেম (৬০) কে ও অপহরণ মামলার আসমী চর আনন্দীপুর এলাকা থেকে সাজু মিয়ার ছেলে হিমেল (২০) কে গ্রেফতার করা হয় ।
এছাড়াও জিআর মামলায় আনোয়ার হোসনে ছেলে মোঃ মাহাবুর রহমান,মোঃ সাহবে আলী ছেলে মোঃ সজীব, হাছনে আলী ছেলে মোঃ হারুনুর রশদি কে গ্রেফতার করা হয় ।
এবং সিআর মামলায় আনোয়ার হোসনে ছেলে মাহাবুর রহমান(৪২), উমদে আলী ছেলে বিল্লাল মিয়া,শাহজাহান ফকিরের ছেলে মোঃ সাদ্দাম হোসন,হাবু মিয়ার ছেলে রতন মিয়া , রতন মিয়ার স্ত্রী পারভীন বেগম, রতন মিয়ার স্ত্রী রোকসানা কে গ্রেফতার করা হয় ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।পরে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।