সরকার রাষ্ট্রের মৌলিক চরিত্র গুম করেছে : এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভোটাধিকারসহ মানবাধিকার হরণ করে রাষ্ট্রের মৌলিক চরিত্র গুম করেছে। তারা দেশকে গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে । নিজেদের অবৈধ-অনৈতিক শাসন দির্ঘায়িত করতে ফ্যাসিবাদ কায়েম করে গুম,খুনসহ নৈরাজ্য সৃস্টি করেছে।এ অবস্থা অনন্তকাল ধরে চলতে পারে না।
এমরান সালেহ্ প্রিন্স আজ ৫ ফেব্রুয়ারী, শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপি নেতা আলী আশরাফ , ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবদুল আজিজ খান, উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ,হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, জেলা যুবদলের নেতা হুমায়ুন কবির, আবদুল মালেক সোহান, সোহেল আজাদ,মোতালেব হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, জাসাস সভাপতি শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, জেলা ছাত্র দলনেতা এম বি রায়হান, প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামীলীগ সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। সম্প্রতি হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এ দরপত্র ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী সরকার সুশাসনকে কবরস্থ করে দুঃশাসন কায়েম করেছে,যেখানে স্বচ্ছতা, নিয়ম-নৈতিকতার বালাই নাই, আছে শুধু নৈরাজ্য,গুম,খুন,অধিকার হরন, দুর্ণীতি,লুটপাট,ছিনতাই,চাঁদাদাবাজী।
মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স
ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক ,মানবিক, সুশাসনে ফিরিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার নিজেদের অপকর্মের কারণে র‍্যাব ও এর ৬ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা ডেকে এনেছে। এসব আড়াল করতে এখন বিএনপির বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার করছে। একজন মার্কীন আইন প্রনেতার বক্তব্য খন্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব করে সরকার দেশকে গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, সেদিন বেশী দূরে নয়,যেদিন দেশে গণতন্ত্র ,মানবাধিকারের পতাকা উড়বে, সুশাসন কায়েম হবে ইনশাআল্লাহ ।