ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভায় মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটির কাউন্সিল করার সিদ্ধান্ত

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার বিকালে অনুষ্টিত হয়েছে। জেলা আইনজীবি সমিতির শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে এই সভা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনা করেন।

সভায় দলীয় বিভিন্ন গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত সহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপজেলা কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। এর মাঝে আগামী ১২ ফেব্রুয়ারি ধোবাউড়া, ফেব্রুয়ারি ফুলবাড়িয়া এবং ২৬ ফেব্রুয়ারি গফরগাও উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ সর্ব সম্মতিক্রমে ঘোষণা করা হয়। তবে কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত চুড়ান্ত করা হবে বলেও নেতৃবৃন্দ জানান।

এ সভায় ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ৬ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এমপি, গৌরীপুর থেকে নির্বাচিত এমপি নাজিম উদ্দিন আহমেদ, গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী ফুলপুর-তারাকান্দার এমপি শরীফ আহমেদ, গফরগাও-পাগলা থেকে নির্বাচিত এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, নান্দাইল থেকে নির্বাচিত এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, হালুয়াঘাট-ধোবাউড়া থেকে নির্বাচিত এমপি জুয়েল আরেং, সংরক্ষিত নারী আসনের এমপি মনিরা সুলতানা মনি, সহসভাপতি বীরমুক্তিযোদ্বা এডভোকেট কবির উদ্দিন ভুঁইয়া, আলহাজ্ব আমিনুল হক শামীমসহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক, বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ সহ সকল পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার