সব প্রতিবন্ধকতা জয় করে জিহাদ ভর্তির সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে

image

You must need to login..!

Description

উবায়দুল হকঃবিএমটিভি নিউজঃ জিহাদ হাসান ২ ফুট ৬ ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী। সব প্রতিবন্ধকতা জয় করে সাফল্যের সঙ্গে এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার পর ভর্তির সুযোগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। রোববার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ২০২০-২১ সেশনে ভর্তি হন জিহাদ হাসান। জীবনে চলার পথে শারীরিক এই প্রতিবন্ধকতার জন্য নানাজনের হাসির পাত্র হয়েছেন অসংখ্যবার। তবু থেমে থাকেননি জিহাদ। চালিয়ে গেছেন পড়াশোনা। পণ করেছিলেন সফলতার মাধ্যমেই সবার কটু কথার জবাব দিবেন তিনি।

জিহাদ পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মো. ফারুক হোসেন আর রেহানা আক্তার দম্পতির ছেলে। অদম্য এই মেধাবী এর আগে ঢাকা বোর্ড থেকে ২০১৮ সালে জিপিএ-৪.৮৭ নিয়ে এসএসসি এবং ২০২০ সালে জিপিএ-৪.২৫ নিয়ে এইচএসসি পাস করেন। সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি উচ্চশিক্ষা অর্জন করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।জিহাদ হাসান বলেন, আমার দুচোখে অনেক স্বপ্ন আছে। ভবিষ্যতে আমি লেখাপড়া শেষ করে দেশের সেবা করতে চাই। লক্ষ্য আমার বিসিএস ক্যাডার হওয়া। জীবনযুদ্ধে জয়ের পথেই এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, আমার জীবনযুদ্ধে বাবা-মাসহ পরিবার আমার পাশে ছিল। পড়াশোনা চালিয়ে যেতে সব সময় তারা উৎসাহ জুগিয়েছেন। বিশেষ করে আমার চিকিৎসক বড় বোন আমাকে সাহস দিয়েছেন অনবরত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে স্বপ্নজয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারলাম। আমার সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার