জামালপুরে রেল লাইনের উপর থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ জামালপুরে রেল লাইনের উপর থেকে কামরুল আলম খান নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জামালপুর জংশন স্টেশনের আউটার সিগন্যালের কাছের রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কামরুল আলম খান টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় বসবাস করতেন।

জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত হিসেবে রেল লাইনের উপর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন জিআরপি থানায় এসে নিহতকে কামরুল আলম বলে শনাক্ত করেন। কামরুল আলম ট্রেনে কাটা পড়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

তিনি আরো জানান, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কামরুল আলমের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট হাতে আসলে তার মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার