বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের উদ্যোগে মনসুর রহমান এমপিকে সংবর্ধনা

image

You must need to login..!

Description

পাবনা থেকে আব্দুল খালেক খানঃ ,বিএমটিভি নিউজঃ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস মেডিকেল কলেজের আয়োজনে আজ ১০ ফেব্রুয়ারী কলেজের কনফারেন্স রুমে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টিএমএসএস মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মনসুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
টিএমএসএস মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মনসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরমর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, টিএমএসএস মেডিকেল কলেজের ফনেরসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ শাহজাহান আলী, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ এম এ গফুর মন্ডল, একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন, ডোমেইন প্রধান অধ্যাপক ডাঃ অনুপ রহমান চৌধুরী, হাসপাতালের পরিচালক অবঃ ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমূখ।
প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএস মেডিকেল কলেজের সহকারী পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ সজিবুর রহমান।
অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস আহম্মদ,গন্যমান্য ব্যক্তি বর্গ, সুধীজন, এনজিও কর্মী, টিএমএসএস মেডিকেল কলেজেের স্টাফ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার