কাল রোববার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

কাল রোববার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ আগামীকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। দুপুর ১২ টায় অনলাইনে ফল পাওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ১২টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সারাদেশে একযোগে প্রকাশিত হবে।
রাজশাহী শিক্ষা বোর্ড থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ১২টায় সব কেন্দ্রে একযোগে অনলাইনে ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও সব শিক্ষা বোর্ডের রেজাল্টের ওয়েবসাইটে (www.educationboard.gov.bd) ফল জানা যাবে।
জানা গেছে, বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের তথ্য দিয়ে প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করতে হবে কলেজ ও মাদরাসাগুলোকে।
এদিকে বরিশাল বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2021 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।
২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষার্থীদের ফল প্রক্রিয়া করছে শিক্ষা বোর্ডগুলো।

LATEST POSTS