স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। জেলা প্রশাসকের হল রুমে বুধবার সন্ধ্যায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা নতুন জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়ে জেলার সমস্যা শহরের যানযট, ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ-সিলেট, ময়মনসিংহ-চ্রট্টগ্রাম ট্রেন চালুসহ বিভিন্ন সম্ভাবনাগুলো তুলে ধরেন।
জেলা প্রশাসক ময়মনসিংহকে আধুনিক প্রযুক্তিনির্ভর জেলা হিসেবে গড়তে তার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, জনসাধারণ উপকৃত হয় এমন প্রকল্প গ্রহণ করে সমস্যা নিরসন করা হবে। সরকারের অভীষ্ট লক্ষ্য বাস্তবায়ন এবং জনদুর্ভোগ ও যানজট নিরসনে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
ডিসি বলেন, পুরাতন বহ্মপুত্র নদ খনন কাজ তরান্বিত করে খননকৃত বালু বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব আদায় করা হবে। এ কাজে কেউ অনৈতিক সুবিধা গ্রহনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নদের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। নবাগত ডিসি জেলা প্রশাসনের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী। বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সাবেক সম্পাদক অমিত রায়, কালেন কন্ঠের নিয়ামুল কবীর সজল, সিনিয়র সাংবা্দিক জিয়া উদ্দিন আহমেদ, আবুদল হাফিজ, ময়মনসিংহ রিপোটার্স ইউনিটির সভাপতি শামসুল আলম খান, বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী, অপর অংশ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সময় টিভির সাংবাদিক সাদেকুর রহমান, এখন টিভির হারনুর রশিদ, যুমনার টিভির হোসা্ইন সাহেদ প্রমুখ।
মতিউল আলম