ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিমকে (৬০) নাশকতার একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, বুধবার রাতে নগরীর মহারাজা রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত পূর্বের একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ২২ অক্টোবর সকালে নগরীর চরপাড়া এলাকায় জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় তারা নাশকতামূলক কর্মকান্ড এবং রাষ্ট্রবিরোধী স্লোগানসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরবর্তিতে ওই দিন বিকেলে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা দায়ের করা হয়। ওই মামলায় পলাতক থাকার পর বুধবার জেলা জামায়াতের আমীর আব্দুল করিমকে গ্রেফতার করা হয়।