স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই শাহজালাল ৩নং ফাড়ির নেতৃত্বে একটি টীম সেহড়া চামড় গুদাম এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া ওরফে পুইট্রা মানিককে ৫ গ্রাম হেরোইনসহ, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম মাসকান্দা বাসষ্ট্যান্ডস্থ কাশফুল হোটেলের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, সোহান সরকার ও এনামুল হক। তাদের কাছ থেকে ৯৮ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এসআই তানভীর আহম্মেদ ছিদ্দিকীর নেতৃত্বে একটি টীম বলাশপুর আলীয়া মাদ্রাসা এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলা আসামী মোঃ আজিজুল হাকিমকে গ্রেফতার করে।
এছাড়া এসআই নিরুপম নাগ, টিটু সরকার, .রুবেল, আনিছুর রহমান, এএসআই সুমন, এসআই উত্তম, আমিরুল,. হযরত প্রত্যেকে পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো ১০ জনকে গ্রেফতার করে। তারা হলো, জামাল হোসেন মনা ওরফে রং মিস্ত্রি মনা, রাজিব মিয়া, হাসিনা খাতুন, শহর বানু, সবুজ মিয়া, মোঃ সুরুজ আলী, মনির হোসেন, আানোয়ারুল, মোঃ মানিক মিয়া ওরফে পুইট্রা মানিক ও মোঃ তোফাজ্জল হোসেন। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।