স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্দ্যোগে ৫১ তম শীতকালীন এ্যাথলেটিক্স প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২জানুয়ারী) ময়মনসিংহ শিক্ষা অফিসের আয়োজনে ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রবাস মাঠে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পড়াশোনা পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা মনোনিবেশ করতে হবে।খেলাধুলা শিক্ষার্থীদের দেহ ও মনকে সতেজ রাখে। তাই এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীরা অংশ গ্রহন খুবই প্রয়োজন।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উক্ত প্রতিযোগিতার সভাপতিত্ব করেন ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন।এসময় বিভিন্ন স্কুল,মাদরাসার প্রধানসহ শিক্ষার্থীদের
অভিভাবকরা উপস্থিত ছিলেন।