You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিয়েছেন সমৃদ্ধি। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
আজ সন্ধ্যা সাড়ে ০৭ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত নবীনবরণ, বর্ষপূর্তি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন মেয়র।
মেয়র আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান লিটন এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও এ অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক রিপন, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও নবীন ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।