শুধুমাত্র টাকা গণনার কারণে একটি বিয়ে বাতিল

শুধুমাত্র টাকা গণনার কারণে একটি বিয়ে বাতিল

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলায় শুধুমাত্র গণিতের কারণে একটি বিয়ে বাতিল হয়ে গেলো । বর নোট গণনা করতে ব্যর্থ হলে ২১ বছর বয়সী কনে তার বিয়ে বাতিল করে দেয়। বিয়ের আচারের সময় চমকপ্রদ ঘটনাটি ঘটে। বরের আচরণে সন্দেহ প্রকাশ করেন পুরোহিত এবং মেয়েটির পরিবারকে জানান । কনে অবিলম্বে বিয়ের আসন ছেড়ে চলে যায় যার ফলে দুই পরিবারের মধ্যে মৌখিক ঝগড়া হয় এবং পুলিশকে ডাকা হয়। কনের পরিবার দাবি করেছে যে বিয়ের দিন পর্যন্ত তারা জানত না যে ২৩ বছর বয়সী বর ‘মানসিকভাবে দুর্বল’। কনের ভাই জানান, “বিয়ে সাধারণত সরল বিশ্বাসে হয়। যিনি মধ্যস্থতা করেন সেই ঘনিষ্ঠ আত্মীয়ের ওপরেই সকলে বিশ্বাস করেন। এক্ষেত্রেও আমরা তাই করেছি এবং বরের সাথে আগে দেখা করিনি। যখন পুরোহিত তার অদ্ভুত আচরণ সম্পর্কে আমাদের জানান, আমরা একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।
তাকে গণনা করার জন্য ১০ টাকার ৩০ টি নোট দিয়েছিলাম ,কিন্তু সে সেই নোট গুনতে পারেনি। তার অবস্থা জানার পর, আমরা এই বিয়ে নাকচ করে দিই ।” মেয়েটি বিয়ে স্থগিত করার পর দুই পরিবারের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। বিষয়টি পুলিশের কাছে পৌঁছায়। যারা মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন তাদের কথা কানে নেয়নি কনে , অবশেষে বারাত ফিরে যায় । এসএইচও অনিল কুমার চৌবে বলেন, “এ বিষয়ে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।”