নরমাল ডেলিভারিতে ৩ কন্যা সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন সীমা আক্তার নামে এক গৃহবধূ। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী।সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ওই গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন।ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমা আক্তার প্রসব ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। এখানে স্বাস্থ কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধানে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মাঝে তিন কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার