January 29, 2023
77
No Comments

You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আলামিন মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শিলাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলামিন উপজেলার দত্তের বাজার ইউনিয়নের কন্যামণ্ডল গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর পৌনে ১২টার দিকে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়ে যায়। শিলাসী এলাকা অতিক্রম করার সময় আলামিন ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি ফাঁড়ি পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।