
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিএনপি জনগণকে সাথে নিয়ে সঠিক পথে হাটছে, উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র হরণ, গুম, খুন চুরি, দুর্নীতি, লুটপাটের চোরা বালিতে আটকে আছে।এখান থেকে তারা বের হতে পারছে না, আর বের হতেও পারবে না।আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নিজেই আওয়ামী লীগের নেতাকর্মীদের চুরি, লুটপাটের জন্য তার দলকে চোরের খনি আখ্যায়িত করেছিলেন, আজও তারা সেখান থেকে বের হতে পারে নাই।রিলিফের কম্বল চুরি দিয়ে শুরু করে ছাগল চুরি, ভোট চুরি থেকে রিজার্ভ চুরি, কোনও চুরি বাদ দিচ্ছেনা তারা।বাকশাল কায়েম দিয়ে গণতন্ত্র হত্যা শুরু করেছিল,এখন গণতন্ত্র ,ভোটাধিকার হরণ করে দেশের মালিকানা কেড়ে নিয়েছে। জনগণের জীবন,জীবিকা বিপন্ন করে তুলেছে।
এমরান সালেহ প্রিন্স আজ সন্ধ্যায় ময়মনসিংহ রেলষ্টেশন চত্বরে ৪ ফেব্রুয়ারি সমাবেশ সফল করতে এক পথ সভায় বক্তব্য রাখছিলেন ।
এর আগে আজ বিকেল থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে নতুন বাজার থেকে গাঙীনা পাড় হয়ে রেলওয়ে ষ্টেশন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের নেতৃত্বে হরি কিশোর রায় রোড থেকে আঠার বাড়ী বিল্ডিং ,ছোট বাজার,বড় বাজার হয়ে রেলওয়ে ষ্টেশন, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন এর নেতৃত্বে র্যালীর মোড় থেকে রেলওয়ে ষ্টেশন পর্যন্ত নেতাকর্মীরা পদযাত্রা সহকারে প্রচারপত্র বিতরণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে পথ সভায় মিলিত হয়।
এর আগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকগণ সকালে দলীয় কার্যালয়ে ময়মনসিংহ মহানগর বিএনপি ,দুপুরে ইতিকথা কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ময়মনসিংহ মহানগর যুবদল,রাতে একই স্থানে বিভিন্ন শ্রেণী-পেশা সংগঠনের প্রস্তুতি সভায় যোগ দিয়ে ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানান ।
সভাসমূহে এমরান সালেহ প্রিন্স বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনদূর্ভোগ নিরসনের দাবীতে চলমান আন্দোলন যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। সরকার যদি দাবী না মানে,তবে গণ অভূত্থানে গনবিরোধী সরকারের পতন ঘটবে। তিনি ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিভাগীয় সমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানান ।
শরীফুল আলম বলেন,সরকারের ব্যার্থতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে।লুটপাটের ক্ষতি পোষাতে দফায় দফায় বিদ্যুৎ ,গ্যাসের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে সরকার । দেশের বেহাল অবস্থার জন্য সরকারের দুর্নীতি,লুটপাট,অপরিনামদর্শী সিদ্ধান্ত ,অব্যাবস্থাপনা দায়ী।
ওয়ারেস আলী মামুন বলেন, গণ আন্দোলনে সরকার ভীত হয়ে দমন নিপীড়ন চালাচ্ছে । দমন নিপীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। তিনি দমন,নির্যাতন বন্ধ করে গণ দাবী মেনে পদত্যাগ করতে সরকারের প্রতি আহ্বান জানান ।
এসময় ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম ,যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, শেখ আমজাদ আলী ,কাজী রানা,শাহ শিব্বির আহমেদ বুলু,ফারজানা রহমান হোসনা,এ্যাড.এম এ হান্নান খান,শামীম আজাদ,মাহবুবুল আলম বক্তব্য রাখেন ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের প্রস্তুতি সভায় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান রোকন ,সাধারণ সম্পাদ এ্যাড.দিদারুল ইসলাম রাজু প্রমুখ বক্তব্য রাখেন ।
ময়মনসিংহ মহানগর যুবদলের সভায় সভাপতিত্ব করেন মোজাম্মেল হক টুটু,সঞ্চালনা করেন জুবায়ের হোসেন শাকিল।
উল্লেখ্য ,বিএনপির দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা বাস্তবায়ন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য ,বিদ্যুৎ,গ্যাসের দাম কমানো ও দমন,নিপীড়ন,নির্যাতন বন্ধ ,গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি ,শবিবার ,বেলা ২ টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে । বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে প্রধান অতিথি, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ,চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাড.ফজলুর রহমান,যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সমাবেশের সমন্বয়কারী ও সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম সমন্বয় সহযোগী হিসেবে সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতির সমন্বয় করছেন। ইতোমধ্যে ,বিভাগের ৭ জেলা ও মহানগর ইউনিটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং ২ ফেব্রুয়ারি পর্যন্ত পাড়া, মহল্লা,হাট, বাজারে লিফলেট বিতরণ ,পদযাত্রা, পথসভা, হাটসভা, প্রস্তুতি বৈঠক চলবে।