নাচের ভিডিও পোস্ট করায় ১০ বছরের কারাদণ্ড

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ   ২০ বছর বয়সী এক ইরানি দম্পতিকে রাস্তায় নাচের একটি ভিডিও পোস্ট করার অপরাধে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুর্নীতি, পতিতাবৃত্তির প্রচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওটিতে তাদের তেহরানের আজাদি টাওয়ারে নাচতে দেখা গেছে। নীতি পুলিশের হাতে আটক মাহসা আমিনির মৃত্যুর পরে বিক্ষোভে জড়িত এমন ব্যক্তিদের দেশের কর্তৃপক্ষ কঠোর শাস্তি দিচ্ছে। যদিও এই দম্পতি তাদের নাচকে ইরানে চলমান বিক্ষোভের সাথে যুক্ত করেননি। একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে, ওই ইরানি দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করার পরে, ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার প্রায় দুই মিলিয়ন। গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহসা আমিনি (২২) মারা যাওয়ার পর সরকার বিরোধী বিক্ষোভ, যাকে ইরানের সরকার ‘দাঙ্গা’ আখ্যা দিয়েছে সারা দেশে ছড়িয়ে পড়ে। ২১ বছরের আস্তিয়াজ হাকিকি এবং তার বাগদত্তা ২২ বছরের আমির মোহাম্মদ আহমাদিকে ‘দুর্নীতি’ ও পতিতাবৃত্তি প্রচার, জাতীয় নিরাপত্তা এবং প্রতিষ্ঠান বিরুদ্ধে প্রচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। গ্রেপ্তারের আগে ফ্যাশন ডিজাইনার হিসাবে পরিচিত হাকিকির বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এটা স্পষ্ট নয় যে, তাদের পৃথক দোষের জন্য কতদিনের সাজা হবে।

যদি রায় বহাল থাকে, তাহলে তাদের শাস্তির মেয়াদ দীর্ঘ হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং দেশ ছাড়ার জন্য নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছিল।সেপ্টেম্বরে শুরু হওয়া ইরানের প্রতিবাদ আন্দোলন দেশের শাসকদের সামনে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিক্ষোভ দমন করার জন্য কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবার পাশাপাশি অস্থিরতার সাথে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি প্রদান করছে।
ইরানে ব্যাপকহারে বাড়তে থাকা দারিদ্র্য, বেকারত্ব, অসমতা, অবিচার এবং দুর্নীতির জন্য দীর্ঘস্থায়ী অসন্তোষের ওপর অনুঘটকের কাজ করেছে মাহসা আমিনির মৃত্যু। তার মৃত্যুর পর বিক্ষোভের জেরে কয়েকশ মানুষ নিহত এবং হাজার হাজার গ্রেপ্তার হয়েছে।
সূত্র : বিবিসি

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার