ফুলবাড়ীয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪ : আটক ১

ফুলবাড়ীয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪ : আটক ১

February 7, 2023 92 Views

এনায়েতুর রহমান ফুলবাড়ীয়া থেকে : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে প্রতিপক্ষ মঞ্জুরুল ইসলামের সন্ত্রাসী দলের হামলায় দুলাল মিয়া তার স্ত্রী জায়দা, চাচা ইজ্জত আলী, ভাই বুলবুল মারাত্মক আহত হয়েছে। তারা ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনায় ফুলবাড়ীয়া থানায় দুলাল মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ীয়া থানা পুলিশ প্রধান আসামীকে রাতেই গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এনায়েতপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র দুলাল মিয়ার সাথে প্রতিবেশি জালাল উদ্দিনের পুত্র মঞ্জুরুল ইসলামদের সাথে জমিসহ নানা বিষয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। রবিবার ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে পূর্ব শত্রুতার জেরে দা, লাঠিসহ দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে জালাল উদ্দিনের হুকুমে পুত্র মঞ্জুরুল ইসলাম, আয়নাল হক, মলিন মিয়া, মঞ্জুরুল ইসলামের স্ত্রী তাসলিমা আক্তার সহ ৫/৬ জন অজ্ঞাতনামারা দুলাল মিয়া ও স্ত্রী জায়দা উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে অতর্কিত হামলায় চালায়। এতে দুলাল মিয়া ও তার স্ত্রী জায়দা মারাত্মকভাবে আহত হয়। ঝগড়া থামাতে গেলে দুলাল মিয়ার চাচা ইজ্জত আলী ও ভাই বুলবুলও হামলার স্বীকার হয়। আশপাশের প্রতিবেশিরা এগিয়ে আসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা হাসপাতালে পাঠায়। এ ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে তার চাচাত ভাই শাহজাহান এর মাধ্যমে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ মঞ্জুরুল ইসলামেক গ্রেফতার করে গতকাল কোর্টে প্রেরণ করে।
আহত ইজ্জত আলী জানান, কান্নাকাটির আওয়াজ পেয়ে ঝগড়া থামাতে এলে তারা আমার উপর হামলা চালায়। এতে আমার মাথায় দা এর কূপ লাগে। আয়নাল হক একজন নেশাখোর, সে এলাকায় নেশা খেয়ে মাতাল হয়ে অসামাজিক কার্যাকলাপে লিপ্ত।
প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিন বলেন, দু’পক্ষই আমার আত্মীয়। আমরা ঝগড়াটা মিমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু জালাল গংরা কথা শুনে নাই। ওরা আমাকেও চাকু দিয়া ৩টা আঘাত করেছে কিন্তু লাগে নাই। কিছুটা রক্ত বের হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, ঘটনায় একজন কে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

সাম্প্রতিক