ভালুকা থানার ভেতর থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভালুকা থানার ভেতর থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ ভালুকা মডেল থানার ভেতর থেকে হুমায়ুন কবির নামে এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে থানার দুতলার (ব্যারাক) একটি কক্ষে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পুলিশ। নিহত হুমায়ুন কবির ভালুকা থানায় কর্মরত ছিলেন।তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, কেন আত্মহত্যা করেছে বিষয়টি এখনো জানা যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।