স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ আরো একটি সফল অভিযানে ময়মনসিংহ সদরের চুরখাইয়ে জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর পিতাপুত্র হত্যা মামলার মূল আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে মূল আসামী চুরখাই গ্রামের কামাল উদ্দিন ওরফে কামাল ড্রাইভারের ছেলে মাহাবুব(২২), ও জাহাবুর সরকার জাফর(২৬) কে গ্রেফতার করেছে।
মাহাবুব(২২) কে ডিএমপি মোহাম্মদপুর থানার বছিলা হতে এবং জাহাবুর সরকার জাফর(২৬)কে খুলনা শহরস্থ সোনাডাঙ্গা হতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, হত্যাকান্ডে সরাসরি জড়িত মূল আসামী মাহাবুবকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে পিতা-পুত্রের জোড়া খুনের ঘটনায় নিজেকে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আসামী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
গত উল্লেখ্য ১ ফেব্রুয়ারি দুপুর ৩টায় কোতোয়ালী মডেল থানার চুরখাই সাকিনস্থ বাদীর বসতবাড়ীর পূর্বপার্শ্বে বাদীর নিজ জমিতে জমি সংক্রান্ত বিষয় নিয়া আসামীদের ধারালো চাকুর আঘাতে পিতা-পুত্রের খুন হওয়ায় আসামী গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রাদি উদ্ধারের লক্ষ্যে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকশ টীম ঢাকা, খুলনা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে মূল আসামী মাহাবুব (২২) গ্রেফতার করা হয়। এর আগে র্যাব-১৪ ২ আসামীকে গ্রেফতার করে এনিয়ে মোট ৪ চার আসামীকে গ্রেফতার করেছে।