আরো ১০ কিলোমিটার সড়ক ও সড়কবাতি উদ্বোধন করলেন মসিক মেয়র

আরো ১০ কিলোমিটার সড়ক ও সড়কবাতি উদ্বোধন করলেন মসিক মেয়র

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
আজ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ০৩ ও ০৫ নং ওয়ার্ডে প্রায় ১০ কিলোমিটার সড়কে পোলসহ সড়ক বাতি উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এর আগে বিকেল ০৫ টায় ০৫ নং ওয়ার্ডে রেলগেট থেকে তিনকোনা পুকুর পাড় পর্যন্ত আরসিসি সড়ক উদ্বোধন করেন মেয়র।

উদ্বোধনকৃত সড়কবাতি সমূহ জিলা স্কুল মোড় থেকে সানকিপাড়া শেষ মোড়, গুলকীবাড়ি রোড মোহাম্মদ আলী রোড, হামিদ উদ্দীন রোড, ইটাখোলা রোড, গোলাপজান রোড, হেলথ অফিসারের গলি, টাউনহল মোড় থেকে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও অভ্যন্তরীণ সড়কসমূহে আলোকিত করেছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সড়কবাতি স্থাপনে ৪৯ কোটি টাকার প্রকল্পের আওতায় এ সড়কবাতিসমূহ উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে আনন্দ মোহন কলেজর উপাধ্যক্ষ মোঃ নূরুল আফসার, ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, মোঃ নিয়াজ মোর্শেদ, শাম্মী আক্তার মিতু, সেলিনা আক্তার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

LATEST POSTS