মার্চের মধ্যে মেট্রোরেলের উত্তরা সেন্টার ও মিরপুর-১০ নম্বরসহ ৪টি স্টেশনও চালু হচ্ছে

মার্চের মধ্যে মেট্রোরেলের উত্তরা সেন্টার ও মিরপুর-১০ নম্বরসহ ৪টি স্টেশনও চালু হচ্ছে

February 9, 2023 96 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ   রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধনের দুই মাসের মধ্যে আরও দুটি স্টেশন প্রস্তুত করা হয়েছে। আগামী ১৮ই ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন ও ১লা মার্চ মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হবে। এছাড়া মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি ৪টি স্টেশনও চালুর ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সেইসঙ্গে জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর কথাও জানিয়েছেন মেট্রোরেল বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। আজ বৃহস্পতিবার ঢাকার ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
গত ২৮শে ডিসেম্বর এই মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মেট্রোরেল। প্রথমে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়। পরে ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে যাত্রাবিরতি শুরু হয়। চালু হওয়ার দিন-ক্ষণ ঠিক হওয়ার অপেক্ষায় থাকা অন্য স্টেশনগুলো হলো- উত্তরা সাউথ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া।

সাম্প্রতিক