খেলাধুলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রাখে, সামাজিক অবক্ষয় রোধ করেঃ মসিক মেয়র

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রাখে, সামাজিক অবক্ষয় রোধ করে। পরবর্তী প্রজন্মের সঠিক বেড়ে উঠা ও বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় সাকিট হাউজ জিমনেশিয়াম মাঠে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মেয়র।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত নারীর ক্ষমতায়ন, খেলাধুলার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন ইত্যাদি সূচকে দেশকে এগিয়ে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ ভালো করছে।

এ আয়োজনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ ময়মনসিংহ শাখার সভাপতি এহতেশামুল আলম। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি সভাপতি মোঃ ফরহাদ আলমে সভাপতিত্বে এ অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরীফুল ইসলাম এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ আয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ৬০০ শিক্ষার্থী দুইটি গ্রুপে মোট ৩০ টি ইভেন্টে অংশগ্রহণ করে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এর ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার