ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১২ঃ মাদক উদ্ধার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জন আসামীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা’র নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহের কার্যক্রম দ্রুততম সময়ে নিস্পত্তি করতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই (নিঃ)আবুল কাশেম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চায়না মোড় টোল প্লাজা হতে অনুমান ১০০ গজ উত্তরে জনৈক মোঃ ফসাল আহমেদ এর চায়ের দোকানের সামনে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের উপর হইতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী রুবেল মিয়া (২০), ফারুক মিয়া (২১), উভয় সাং- বীরেন্দ্রনগর, থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে একটি ব্লু রংয়ের FILA লেখা স্কুল ব্যাগের ভিতর ৬ (ছয়) বোতল McDoWeLL’S NO1 RESERVE WHISKY লেখা বিদেশী মদ যার প্রতি বোতল 750ml করে মোট ওজন 4500ml, যার প্রতিটি বোতল ইনটেক এবং কর্ক যুক্ত, যাহার প্রতি বোতল মদের বর্তমান অবৈধ বাজার মূল্য অনুমান ১৫০০(এক হাজার পাঁচশত)টাকা করে মোট মূল্য অনুমান ১৫০০x৬=৯,০০০/-(নয় হাজার) টাকা এবং একটি ব্লু রংয়ের maximus m86 মডেলের পুরাতন বাটন মোবাইল ফোন যাহার একটি বাটন ভাঙ্গা, একটি কলো রংয়ের DELL লেখা স্কুল ব্যাগের ভিতর ০৬(ছয়) বোতল McDoWeLL’ S NO1 RESERVE WHISKY লেখা বিদেশী মদ যাহার প্রতি বোতল 750ml করে মোট ওজন 4500ml, যার প্রতিটি বোতল ইনটেক এবং কর্ক যুক্ত, যাহার প্রতি বোতল মদের বর্তমান অবৈধ বাজার মূল্য অনুমান ১৫০০(এক হাজার পাঁচশত) টাকা করে মোট মূল্য অনুমান ৯,০০০/-(নয় হাজার) টাকা এবং একটি কলো রংয়ের itel it2171B মডেলর পুরাতন বাটন মোবাইল ফোন এবং বাংলাদেশী মূদ্রার বিভিন্ন নোটের মোট ১৫০০/-(এক হাজার
পাঁচশত)টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রী কলেজ গেইটে সামনে হইতে অন্যান্য মামলার আসামী অলি উল্লাহ ইসলাম খান (১৯), পিতা-মোঃ আমিরুল ইসলাম, সাং-রঘুরামপুর, আঃ কাদির জিলানী(১৯), পিতা-মোতালেব ফকির, সাং-বাজিতপুর, উভয় থানা-কোতোয়ালী, রাকিবুল হাসান(১৯), পিতা- শহিদ মোঃ ফজলুল হক, সাং-পলাশ কান্দা, থানা-তারাকান্দা, সর্ব জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ)আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালী এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী রুস্তম আলী হৃদয় (২০), পিতা-মোঃ আঃ হালিম, সাং-চর ঝাউগড়া, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইহা ছাড়াও এসআই(নিঃ) মোঃ আশিকুল হাসান, জহিরুল ইসলাম, ফারুক আহমেদ, এএসআই(নিঃ) নূরে আলম, রেজাউল করিম, সোহেল রানা প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর সাজা, ০২টি সিআর ও ০২টি জিআর সর্ব মোট ০৬টি বডি তামিল করেন।

সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ময়মনসিংহ কোতোয়ালী থানার বলাশপুরের মোঃ সাগর, বীর বওলার মোঃ খোকন মিয়া খোকন, সিআর গ্রেফতারী পরোয়ানায় চর আনন্দীপুরের মোঃ মজিবর রহমান, বীর বওলা, মোঃ খোকন মিয়া, জিআর গ্রেফতারী পরোয়ানায় আটানী পুকুরপাড়ের শহিদ, হামিদ আলী রোডের মোঃ রাজন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার