ময়মনসিংহে পিতা হত্যাকারী সেই পুত্র মতিন গ্রেফতার

ময়মনসিংহে পিতা হত্যাকারী সেই পুত্র মতিন গ্রেফতার

February 16, 2023 83 Views

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ
হত্যার ৪৮ ঘন্টার মধ্যে পিতা হত্যাকারী সেই পাষন্ড পুত্র মতিন (৪০)কে ফুলপুর থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গত ১৪ ফেব্রুয়ারী’২০২৩ অনুমান সকাল ৬টায় দিকে ময়মনসিংহ সদর পরানগঞ্জের আব্দুল্লাহপুর গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে মতিন তার জন্মদাতা পিতা জয়নুদ্দিন (৭৫) কে ধারালো দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, গত রাতে অভিযান চালিয়ে  পিতা হত্যাকারী সেই পুত্র মতিনকে ফুলপুর থানার চর নিয়ামত তমিরের মোড় থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

জানা গেছে, খুনি ছেলে আঃ মতিন (৩৫) জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরেই তাঁর পিতা জয়নুদ্দিন (৭৫), কে বাড়ির নিকটে ধান ক্ষেতে পানি দেওয়ার সময় মাথায় কোপ দিয়ে হত্যা করে৷
ভিকটিম ইতিপূর্বে তার দুই পুত্রকে ৩ কাটা করে জমি লিখে দিলে হত্যা্কারী মতিনের অংশে দাগ নাম্বার ভুল হওয়া কে কেন্দ্র করে বিরোধে হত্যা করে। আসামী মতিন নিহতের ১ম স্ত্রীর সন্তান এবং শাকিব ২য় স্ত্রীর সন্তান। আসামী মতিন পেশায় মটর সাইকেল ভাড়া চালক ছিলেন। এব্যাপারে নিহত জৈন উদ্দিনের অপর ছেলে- মোঃ সাকিব(২৮) বাদী হয়ে গত ১৪ ফেব্রুয়ারি’২০২৩ কোতোয়ালী মডেল থানার -৪৭/১৫৬ নং মামলা দায়ের করে, যার ধারা-৩০২ পেনাল কোড।##

 

সাম্প্রতিক